ক্ষেতলাল
অবিশ্রাম ঘুরছিলাম ক্ষেতলাল
আকাশে নির্ঘুম নীলচাষ
আহা এমন ক্ষেতলাল
দিনদুপুরে দেখা হলো শিয়াল
আসমানে নীল
আর জমিনে লাল সাক্ষী রেখে আমি;
সেই শিয়ালের কাছে
রাতে লেখা বাংলা কবিতা
বর্গা রেখে এলাম!
জয়পুরহাট
দ্যাখো,
চিনিকলের চারপাশে
ক্যামনে ছিটকে ছিটকে পড়তেছে
অস্তগামী সূর্যের নুন!
খড়মপুর
এখানে ০১টা নদীর নাম সন্ধ্যাতারা
ভোরসকালে
ডালিমে ফেটে আছে রাত,
রসাল পানিতে।