প্রেমান্ধ বেহুলার কাছে
প্রচ্ছন্ন আড়ালে থাকে নিরন্ন সংসার।
ভুলের উচ্ছন্নে যাওয়া দিবসের উপমারা
অহর্নিশ খুঁজে চলে শরীরের ক্যাওড়া জল।
ওরে অবিনাশী ফিরে দ্যাখা কারুকা আমার−
ফিরে দ্যাখো দীর্ঘতর জীবনের জ্বলন্ত আকাল।
এই সব নিরন্ন সংসার নিয়ে পুড়ে যাওয়া
চিতার কাছেই বিজ্ঞাপন খোঁজে
পাঠশালার ভুলে যাওয়া নামতার শরীর।
ভুলের ঘুনেধরা ক্ষণস্থায়ী ঠোঁটের ধারেই
ভেসে ওঠে অনুভবের অলিখিত কিতাব।
তন্দ্রার নগরে এসে জমিনের কাছে নতজানু হই−
ভুলের মাশুল গুনে মূর্ত লোকালয় খুঁজি−
প্রেমান্ধ বেহুলার কাছেই পাঠ শেষে বলি:
ভালোবাসা কি অন্ধ চোখের পললিত উর্বরা জমিন?
ভেদবুদ্ধির প্রভেদ
আমিও বৃক্ষের কাছে পাখিজন্ম খুঁজি।
বৃক্ষেরা আড়াল হলে আড়ালেই থেকে যায় অসহায় চোখ।
খুব বেশি দুঃখী আঁধার কি মনে রাখে ভ্রমণের গান?
সময়ের চৌকি ভুলে গেলে পড়ে থাকে বিক্ষিপ্ত ফসিল।
নয়তো আলোর উদ্ভাসে ডুবে থাকে বিমূর্ত জৌলুসে
ঘুমহীন মুকুলিত ভোর। ওরে ও কালচে বিভাজিত সময়!
রঙমাখা সাদাটে নিঃশ্বাসের বিষাক্ত আড়ং−
যক্ষের প্রান্তর হয়ে তুমি কি ঘুরেই বেড়াও রাতভর
আমাদের নিঃশ্বাস ঘরেই?
কালোর উদ্যানে ছাউনি লাগাও কণ্ঠের বিষমাখা নীলে।
পথেই অন্ধের ঘুম, চোরাকাঁটা, জংলার গান, কাকের কর্কশ ধ্বনি;
ধুসর সংলাপ নিয়ে আঁড়িপেতে বসে আসে আকাশের মেঘ।
তথাপিও আঁধার শয্যায় ঘুমিয়েই পড়ে, যে আকাশছোঁয়া মনুষ্য হৃদয়−
তার কাছে তৃষ্ণার্ত গাছের কথা, কীভাবে যে মনখুলে বলি!
জানি জন্মান্ধ পাখিদের কোনো ভেদবুদ্ধি নেই…
কফিনের ঘুম
একদিন স্নেহান্ধ বিকেল উপমার কাছে নতজানু হয়।
বৃক্ষের প্রচ্ছদ এঁকে যতই লিখে থাকুক
ছায়ার কারুকা; আলোর শিল্পীরা এসে যতই রোদ্দুরের সামিয়ানা টানায়;
আলোময় আঁধার এসে তার চেয়ে অধিক মেঘেদের প্রচ্ছদে জ্বলে।
হাওয়াদের সাধন পথ কি ভুলে গেছে রাবনের চিতা?
ও-মেঘ তুমিও জানো− নির্ঘুম ছায়ার কাছে আর কোনো লেনাদেনা নেই−
অনাবাদি রোদ্দুরের কাছে আর কোনো স্মৃতিছায়া নেই।
ভ্রমরের গুন গুন ভেঙে গেলে প্যাঁচাদের মুখে কি ভেসে ওঠে
রাতের কিনার? অনুরাগের রাগিনী খুলে যুবতি ভ্রমর কি খুঁজেই চলে
প্রণয়ের গান? আড়ালের জানকির খোঁজ কেইবা রাখে আর আধুনিক যুগে?
তার চেয়ে ঢের ভালো, ছায়ারা আড়ালেই থাকুক কফিনের ঘুমে!
আদ্যনাথ ঘোষ-পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত পদ্মার তীরবর্তী নিসর্গ সৌন্দর্যশোভিত গ্রাম হেমরাজপুর এ ১৯৭৩ খ্রিস্টাব্দের ০২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা-বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার ঘোষ এবং মাতার নাম নিভা রানী ঘোষ। পেশায় শিক্ষক। নেশায় লেখক। প্রকাশিত কাব্যগ্রন্থ: আলোর রেখা, লাল নীল শাড়ির আঁচল, হৃদয়ে উতল হাওয়া, জন্মভূমি তুমি মাগো, আমি তোমাদেরই একজন, উত্তরের জানালা, ভোরের পাখি,স্বপ্নবালিকা,বিধিলিপি মন, একমুঠো স্বপ্নের রোদ্দুর,তৃষ্ণার পৃথিবী ছুঁয়ে, দূর জংলার গান ইত্যাদি।