বাংলা
আঁধারে চিনেছি যে নারী- তারো
বুকে ছিলো নাকি প্রেম!
ফাগুনে গুম হওয়া
লাশের লাহান।
টাইলসের পোশাকে ঢেকে যায়
গরম দুধের মতো উতরানো প্রেম।
কয়েকটি সফল সংলাপ
মঞ্চে রুয়ে দিয়ে মাৎস্যায়নের নেশা লেগে থাকে
চোখের চাতরে।
বুকের দলিল পেয়ে হেসে ওঠা বৈধ হাসি
কৃষ্ণচূড়ার লালে লাল।
এবং কয়েকজন বরকত যেখানে থামবে
সেখানে চিরকাল জলের মিছিল।
রক্তের পুলসেরাত পেরোলে প্রতিটা অক্ষরই
অক্ষয় মিনার।
নফল নামাজের মতো তোমাকে পড়তে চাই
বাংলা।