<strong>০১</strong> চিনলে চেনো না চিনলে নাই তাতে আমার কী আসে যায়- শুধু ভালবাসি বলেই তোমায় আমার এত দায়- <strong>০২</strong> এইযে জীবন পুড়ছে অমন কেউ করে না বারণ- যার গিয়েছে তার গিয়েছে তুই বুঝবি না তেমন- <strong>০৩</strong> তুমি আজকাল খুব একটা কাছে আসো না- কেন বোঝনা ভালোবাসা তিন ফুট দূরত্ব বোঝেনা- <img class="wp-image-206 alignleft" src="https://www.chatalbd.com/wp-content/uploads/2021/02/144088335_245163217097018_3324877989799332966_n-200x300.jpg" alt="" width="102" height="153" />