একুশ ও বর্ণমালা
করতলে বর্ণমালার যাদু লেগে থাকে
কন্ঠস্বরে প্রভাত-ফেরির গান।
দৃষ্টিতে ঘন-রঙ আগুন লেগে থাকে
অবয়বে স্মৃতিভরা প্রাণ।
অন্তরে কালো মেঘ বিস্তৃত হয়ে থাকে
রক্তকণায় বেদনা-গীতির তান।
অধরে শ্রাবণ-অরণ্য মূক হয়ে থাকে
বটের কোটরে অঙ্কুরিত ভাষা-গান।

একুশ ও বর্ণমালা
করতলে বর্ণমালার যাদু লেগে থাকে
কন্ঠস্বরে প্রভাত-ফেরির গান।
দৃষ্টিতে ঘন-রঙ আগুন লেগে থাকে
অবয়বে স্মৃতিভরা প্রাণ।
অন্তরে কালো মেঘ বিস্তৃত হয়ে থাকে
রক্তকণায় বেদনা-গীতির তান।
অধরে শ্রাবণ-অরণ্য মূক হয়ে থাকে
বটের কোটরে অঙ্কুরিত ভাষা-গান।
